সন্তানসহ প্রকাশ্যে ‘গেম অব থ্রোনস’ তারকা জুটি
গেম অব থ্রোনস এর জন্য বিখ্যাত কিট হ্যারিংটন ও রোজ লেসলি। এই দম্পত্তির ঘরে এসেছে নতুন অতিথি। গত বছরের সেপ্টেম্বরে সন্তানের আগমনের সুসংবাদ দিয়েছিলেন তারা।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) লন্ডনে বেবি বয়কে কোলে দেখা গেছে রোজকে। তার হাত ধরে হাঁটছিলেন কিট।
কিট হ্যারিংটনের প্রতিনিধি পেজ সিক্সকে তাদের সন্তানের জন্মের খবরটি নিশ্চিত করেছেন। প্রতিনিধি আরও জানিয়েছেন, সন্তানের জন্মে কিট ও রোজ খুব আনন্দিত।
২০১২ সালে ‘গেম অব থ্রোনস’-এর সেটে প্রথম দেখা হয় কিট হ্যারিংটন ও রোজ লেসলির। তাই দীর্ঘ আট বছর প্রেমের পর বিয়ে করেন তারা। ২০১৮ সালে স্কটল্যান্ডে রোজের পৈতৃক বাড়িতে দুজনে বসেছিলেন বিয়ের পিঁড়িতে।
Tag: Entertainment
No comments: