৩২ হাজারে বিক্রি হলো ২০ কেজির কাতল
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরবর্তী পদ্মা নদীতে ধরা পড়েছে ২০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। আজ মঙ্গলবার ভোর রাতে কুব্বাত নামের এক জেলের জালে ধরা পড়ে ওই বিশাল আকৃতির কাতল মাছটি।
পরে সকালে দৌলতদিয়া ঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা ঘাটের ছকোর উদ্দিনের আড়ৎ থেকে ১৬শ টাকা কেজি দরে ৩২ হাজার টাকায় ওই কাতল মাছটি কিনে নেন। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনগণ।
মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা জানান, সকালে ছকোর উদ্দিনের আড়ৎ থেকে ১৬শ টাকা কেজি দরে ২০ কেজি ওজনের একটি কাতল কিনেছেন তিনি। এখন সাড়ে ১৬শ থেকে ১৭শ টাকা কেজি দরে মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে মোবাইলে যোগাযোগ করছেন বড় বড় শিল্পপতিদের সঙ্গে।
Tag: Advertisement videos
No comments: