আগামীকাল যাদের টিকা, এসএমএস পাবেন আজ
ফাইল ছবি
আগামীকাল রোববার (৭ জানুয়ারি) সারাদেশে করোনাভাইরাসের টিকা কর্যক্রম শুরু হচ্ছে। যারা কাল রোববার টিকা নেবেন, তাদের কাছে আজ শনিবার বিকেলের মধ্যে মুঠোফোনে এসএমএস যাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ksrm
এরইমধ্যে যারা টিকার জন্য নিবন্ধন করেছেন, তাদের নাম দেশের সব টিকাকেন্দ্রে পৌঁছে গেছে। কেন্দ্র থেকে কোন দিন কারা টিকা নেবেন, সেটা নির্ধারণ করা হবে। এ পর্যন্ত তিন লাখের বেশি মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জানা যায়, প্রথম দফায় ৩৫ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। সরকারের হাতে এখনও ৭০ লাখ টিকা আছে।
বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী প্রথম শনাক্ত হয়। মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করে
Tag: English News lid news politics
No comments: