মোজাম্বিক উপকূলে ৮৬টি ডলফিনের মৃত্যু
আফ্রিকার দেশ মোজাম্বিকের দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি দ্বীপের কাছে ৮৬টি ডলফিন মৃতাবস্থায় পাওয়া গেছে। ছবি : সংগৃহীত
আফ্রিকার দেশ মোজাম্বিকের দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি দ্বীপের কাছে মঙ্গলবার ৮৬টি ডলফিন মৃতাবস্থায় পাওয়া গেছে। কী কারণে এসব ডলফিনের মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। দেশটির পরিবেশ মন্ত্রণালয় এ কথা জানায়। খবর এএফপির।
খবরে বলা হয়, এরই মধ্যে একই স্থান থেকে রোববার অনেক ডলফিন উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ মোট ১১১টি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী উদ্ধার করেছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ইনহামবেন প্রদেশের বজারুতো উদ্ধারকারী একটি দল বজারুতো দ্বীপের পশ্চিম উপকূল থেকে ৮৬টি মৃত ডলফিন উদ্ধার করেছে।’
দ্বীপটি মোজাম্বিক উপকূল ও মাদাগাস্কারের মাঝামাঝি দিয়ে যাওয়া মোজাম্বিক চ্যানেলে অবস্থিত।
কর্তৃপক্ষ জানায়, এসব ডলফিনের মৃত্যুর কারণ জানতে তদন্ত করা হচ্ছে
Tag: Advertisement videos
No comments: