প্রথম প্রেম প্রস্তাব নিয়ে যা বললেন পরীমনি
পরীমনি। সংগৃহীত
ছবি: পরীমনি। সংগৃহীত
ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী পরীমনি। নবম শ্রেণিতে পড়ার সময়ই প্রথম প্রেমের প্রস্তাব পান। পরীমনি তখন পিরোজপুর ভগিরাতপুর মাধ্যমিক স্কুলে পড়তেন। ওই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তার নানা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সুন্দরী এ নায়িকা। প্রথম ভালোবাসা কবে এসেছিল? এমন প্রশ্নের উত্তরে এ নায়িকা বলেন, ‘ক্লাস নাইনে থাকতে প্রথম প্রেম প্রস্তাব পেয়েছিলাম। জুলিয়া নামে আমার এক বান্ধবীর কাছে জানতে পারি, পাশের গ্রামের এক ছেলে আমাকে পছন্দ করে। মোটরসাইকেল নিয়ে স্কুলের দূরে দাঁড়িয়ে থাকত। এভাবে দাঁড়িয়ে থাকা দেখে ওর প্রতি আমার মায়া হলো। সিদ্ধান্ত নিলাম, ছেলেটির সঙ্গে কথা বলব। হঠাৎ একদিন ছেলেটি জুলিয়াকে দিয়ে একটা কার্ড পাঠায়। সেখানে রক্ত দিয়ে লেখা, আই লাভ ইউ।’
প্রথম চিঠি পাওয়ার অনুভূতি কেমন ছিল? উত্তরে পরীমনি বলেন, ‘এ অনুভূতি আমার নিজের কাছেই থাক। ভালো লাগার কিছু মুহূর্ত নিজের ভেতর জিইয়ে রাখতে আলাদা আনন্দ আছে। বিরহ বা মজার আনন্দ।’
২০১৫ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন পরীমনি। ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। শুরুর বছরই একডজন সিনেমা মুক্তি পেয়েছিল পরীর। রীতিমতো ফিল্মপাড়ায় আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি সম্প্রতি ভিন্নধারা সিনেমাতেও অভিনয় করছেন লাস্যময়ী এ সুন্দরী।
No comments: