হাজিরা দিলেন পিপলস লিজিংয়ের ৫১ ঋণখেলাপি
পিপলস লিজিং থেকে ঋণ নিয়ে ফেরত না দেয়া ৫১ জন ঋণখেলাপি হাইকোর্টে হাজিরা দিয়েছেন। কিন্তু আদালতের নির্দেশের পরও হাজির হননি ৯২ জন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি খুরশীদ আলম সরকারের একক বেঞ্চে আইনজীবীর মাধ্যমে ৫১ জন উপস্থিত হন। শুনানিতে ঘুরে ফিরে উঠে আসে পিকে হালদারের বিদেশে পালিয়ে যাওয়ার বিষয়টি।
এ সময় আদালত বলেন, আদেশের পরও পিকে হালদার বিদেশে পালিয়ে গেছেন, এক্ষেত্রে দুদকের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ২০০২ থেকে যারা আর্থিক প্রতিষ্ঠানগুলো দেখভালের দায়িত্বে ছিলেন, তারা দুর্নীতিবাজদের কাছ থেকে মধু খেয়ে চুপ ছিলেন।
পিপলস লিজিং থেকে ৪ লাখ টাকার বেশি ঋণ নিয়ে আর ফেরত দেননি এরকম ২৮০ জন খেলাপিকে তলব করে হাইকোর্ট। এরমধ্যে ১৪৩ জনের হাজির হওয়ার কথা ছিলো।
Tag: English News politics
No comments: