মিয়ানমার সীমান্তে সতর্কাবস্থায় বিজিবি
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সতর্কাবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর এই বাড়তি সতর্কতা নিয়েছেন তারা।
কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান,সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, এই অভ্যুত্থানের কোনো ধরনের প্রভাব বাংলাদেশ সীমান্তে পড়েনি। সীমান্তের পরিস্থিতি একদম স্বাভাবিক। তবে সতর্কাবস্থায় রয়েছে বিজিবি।
এর আগে মিয়ানমারের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে অং সান সুচি ও অন্যান্য রাজনৈতিক নেতাদের প্রথম দিকে গ্রেপ্তারের পর দেশটির নিয়ন্ত্রণে নিয়েছে তারা।
২০২০ সালের ৮ নভেম্বরে নির্বাচনের পরে বেসামরিক সরকার এবং সেনাবাহিনীর মধ্যে টানাপোড়ের মধ্যেই এ অভ্যুত্থানটি ঘটল।
গেলো নভেম্বরের জাতীয় নির্বাচনে সু চির দল এনএলডি জয় পায়। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে ৩২২ আসনই যথেষ্ট, সেখানে এনএলডি পেয়েছে ৩৪৬ আসন।
২০২০ সালের নভেম্বরে বিতর্কিত নির্বাচনের পরে বেসামরিক সরকার এবং সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা বাড়ার পরে এই অভ্যুত্থানটি ঘটল।
সু চিকে আটকের কয়েক ঘণ্টা পরে, সামরিক টেলিভিশন নিশ্চিত করেছে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে সেনাবাহিনী।
Tag: English News politics
No comments: