তানভিরের ঘূর্ণিতে দিশেহারা আয়ারল্যান্ড
প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ১৫১-তে আয়ারল্যান্ড ‘এ’ দলকে থামিয়ে দিয়েছিলেন তানভির ইসলাম। দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠেছেন এ বাঁহাতি স্পিনার। চারটির মধ্যে তিনটিই নিয়েছেন এ তরুণ।
১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা আইরিশরা ৪ উইকেটে ৩৫ রান তুলে দিন শেষ করেছে। চট্টগ্রামে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষ হয়েছে শনিবার।
বাংলাদেশ ইমার্জিং দল এখনো ১২৭ রানে এগিয়ে আছে। ইনিংস ব্যবধানে জয়ের হাতছানি আছে আকবর-হৃদয়দের সামনে।
স্বাগতিকরা প্রথম ইনিংসে তোলে ৩১৩ রান। ইয়াসির আলি রাব্বির ৯২ রানের ইনিংসে ভর করে তিনশর পথ পাড়ি দেয় সাইফ হাসানের দল।
অধিনায়কের ব্যাট থেকে আসে ৪৯ রান। এছাড়া মাহমুদুল হাসান জয় ৪২, তানজিদ হাসান তামিম ৪১ ও তৌহিদ হৃদয় ৩৬ রান করেন।
Tag: English News games
No comments: