সম্পূর্ণ সুস্থ-স্বাভাবিক আছি: বাণিজ্যমন্ত্রী
সারা দেশে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির তৃতীয় দিনে ভ্যাকসিন নিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ক্লিনিকে করোনা প্রতিরোধ ভ্যাকসিন নেন তিনি।
করোনা টিকা নেয়া শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নেওয়ার পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। আমি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছি।
এ সময় তিনি দেশের অগ্রাধিকার তালিকাভুক্ত নাগরিকসহ ৪০ বছরের উপরে সবাইকে করোনা প্রতিরোধ ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে গত রোববার সারা দেশের এক হাজার ৫টি কেন্দ্রে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়। ওই দিন সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
প্রাথমিকভাবে ভারত থেকে ৭০ লাখ টিকা আনা হয়েছে। এর ২০ লাখ টিকা ভারত সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে। বাকি ৫০ লাখ টিকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের মাধ্যমে ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কেনা হয়েছে। এই টিকা ৩৫ লাখ মানুষকে দেয়া হবে।
Tag: English News politics
No comments: