একদিন বিরতির পর আবারো টিকাদান শুরু
, ধীরগতির অভিযোগ
একদিন বিরতির পর আবারো টিকাদান শুরু, ধীরগতির অভিযোগ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটির কারণে একদিন বিরতির পর সোমবার (২২ ফেব্রুয়ারি) আবারো শুরু হলো সারাদেশে গণহারে করোনার টিকাদান। কর্মসূচির ১৩তম দিন সোমবার সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে টিকা নিতে দেখা যায় আগ্রহীদের। তবে সময় যত গড়াচ্ছে, নিবন্ধনের পর টিকা নেওয়ার এসএমএস পেতে ধীরগতির অভিযোগ ততই প্রকট হচ্ছে।
এদিকে রাতে ভারত থেকে আরো ২০ লাখ কোভিড টিকা দেশে আসার কথা রয়েছে। টিকা আনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে জানানো হয়, মুম্বাই থেকে স্পাইসজেটের একটি ফ্লাইটে আসবে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার দ্বিতীয় চালান। রাত ১১টা ১০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
এর আগে গত ২৫ জানুয়ারি দেশে টিকার প্রথম চালানে আসে ৫০ লাখ ডোজ। আর ২১ জানুয়ারি দেশে পৌঁছায় বাংলাদেশকে দেয়া ভারত সরকারের উপহারের ২০ লাখ ডোজ টিকা।
Tag: English News politics
No comments: