যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, গুলিবিদ্ধ ৮
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া বাস এবং সাবওয়ে স্টেশনের কাছে বন্দুকধারীর গুলিতে আটজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে দুটি বন্দুক উদ্ধারের পাশাপাশি এক বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ। আহতদের বয়স ১৭ থেকে ৭১ বছর বলে জানা গেছে।
পুলিশ জানায়, বুধবার স্থানীয় সময় রাত ৩টার দিকে শহরটির উত্তরাঞ্চলে এ গোলাগুলির ঘটনা ঘটে। কোনকিছু বুঝে ওঠার আগেই বন্দুকধারী সাধারণ মানুষের ওপর অতর্কিত গুলি চালায় বলে জানা গেছে।
তবে, ঠিক কতজন বন্দুকধারী হামলায় অংশ নিয়েছেন সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি এরইমধ্যে শুরু হয়েছে তদন্ত।
Tag: English News world
No comments: