অবশেষে প্রকাশ্যে কিম জং-উনের স্ত্রী
নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর প্রকাশ্যে দেখা গেলো নর্থ কোরিয়ার নেতা কিম জং-উন এর স্ত্রী রাই সোল জু’কে।
বুধবার সরকারি গণমাধ্যমে তার ছবি প্রকাশ হয়েছে জানিয়ে বিবিসি বলছে, কিমের বাবা কিম জং-ইলের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে বিশাল উৎসবের আয়োজন করা হয়েছে। এর মধ্যেই এক কনসার্টে স্বামীর সঙ্গে উপস্থিত ছিলেন রি সোল জু।
নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোডং সিনমানে প্রকাশিত ছবিতে দেখা গেছে কিম এবং তার স্ত্রী কনসার্ট উপভোগ করছেন। দু’জনকেই হাসিখুশি দেখা যায়।
দেশের বেশিরভাগ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেই কিমের সঙ্গে জনসম্মুখে উপস্থিত হতে দেখা যায় সোলকে। কিন্তু গত বছরের জানুয়ারিতে শেষ বারের মতো লুনার নিউ ইয়ারের উৎসবের সময় সোলকে দেখা গেলেও প্রায় এক বছরের বেশি সময় তাকে আর দেখা যায়নি। ফলে তার স্বাস্থ্য নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল এবং ধারণা করা হচ্ছিল যে তিনি হয়তো অন্তঃসত্ত্বা।
দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, করোনাভাইরাসের ঝুঁকির কারণেই হয়তো সোল বাইরে চলাফেরা এবং লোকজনের সঙ্গে মেলামেশা কমিয়ে দিয়েছিলেন। তবে তিনি তার সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।
কিম এবং সোলের তিন সন্তান রয়েছে। যদিও তাদের বিষয়ে বাইরের দুনিয়া খুব কমই জানে। এখন পর্যন্ত কিমের ব্যক্তিগত জীবন এবং তার পরিবারের সদস্যদের সম্পর্কে খুব একটা তথ্য নেই বাইরের জগতে।
Tag: English News world
No comments: