মেসির চাপ কমাতে সবাইকে দায়িত্ব নিতে বললেন বার্সা কোচ
বার্সা তারকা লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
চলতি মৌসুমের পুরোটাই লিওনেল মেসির উপর ভর করে চলছে বার্সেলোনা। বাজে শুরুর পর যতটুকু সাফল্য এসেছে আর্জেন্টাইন তারকার হাত ধরেই। এই সংস্কৃতি বদলে মেসির উপর চাপ কমাতে চাইছেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। মেসির সঙ্গে দলের বাকিদেরও দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন ডাচ কোচ।
ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না বার্সার। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জিতেছে কাতালানরা। অন্যদিকে শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে সেভিয়া। এমনকি কোপা দেলরেতে বার্সাকেও হারিয়েছে তারা। এবার ঘরের মাঠে লা লিগায় খেলবে তিনে থাকা বার্সার বিপক্ষে। পয়েন্ট টেবিলের চারে থাকা সেভিয়া বার্সাকে হারালেই উঠে যাবে তিন নম্বরে। সব মিলিয়ে পজিশন ধরে রাখতে ম্যাচটিতে জিততেই হবে বার্সাকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সবাইকে দায়িত্ব নিতে বলেছেন কোম্যান। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে ডাচ কোচ বলেন, ‘সব সময় দলের সেরা খেলোয়াড়ই ম্যাচ বের করে দেবে, এটা হতে পারে না। এটা হওয়া উচিতও নয়। লিও (লিওনেল মেসি) এই মৌসুমে এখনই ১৮ গোল করে ফেলেছে। অন্যরা সবাই মিলে এই গোল করেছে। এলচের বিপক্ষে লিওই তো দুটো গোল করল। অন্যরা এবার ওর পাশে দাঁড়াক। সব সময় কেন সেরা ফুটবলাররের ওপর দল নির্ভর করবে? সবাইকে দায়িত্ব নিতে হবে। শুধু অভিজ্ঞরাই সব করে দেবে না।’
লা লিগার পর আগামী বুধবার কোপা দেলরের সেমিফাইনালের ফিরতি লেগে এই সেভিয়ার বিপক্ষেই খেলবে বার্সেলোনা। প্রথম লেগে সেভিয়ার মাঠে ২-০ গোলে হেরেছিল কাতালান ক্লাবটি। এবার টিকে থাকতে ঘরের মাঠে জিততে হবে ৩-০ গোলে।
সেভিয়ার বিপক্ষে পরপর দুটি ম্যাচ। চাপ অনুভব হচ্ছে কিনা জানতে চাইলে কোম্যান বলেন, ‘প্রতিটি মুহূর্তই এখন কঠিন। সেটা সবার জন্যই। আগামী কয়েক দিনে উপরের দিকে থাকা সব ক্লাবকেই নিজেদের মধ্যে খেলতে হবে। তাহলে কেন শুধু বার্সার কথা বলা হচ্ছে? চাপ সবারই আছে। এটা মাথায় রাখছি যে আমি বার্সেলোনার মতো ক্লাবের কোচ। এখানে কোচদের সবসময়ই চাপ নিয়ে কাজ করতে হয়।’
কোম্যান আরো বলেন, ‘ম্যাচ দুটি আলাদা। শনিবার (আজ) লিগ ম্যাচ এবং বুধবার কোপা। আমরা দুটোই জেতার চেষ্টা করব। কোপার প্রথম লেগের ফল আমরা জানি এবং লিগে শিরোপা দৌড়ে থাকতে আমরা জয়ের ধারা ধরে রাখতে চাই। পয়েন্ট আদায় করে তালিকার শীর্ষে থাকা দলগুলোকে চাপে রাখা দরকার।’
Tag: English News games
No comments: