মেহেরপুর হিজুলী গ্রামে কৃষকের এক বিঘা জমির ধান কেটে বিনষ্ট
করেছে প্রতিপক্ষ।বৃহস্পতিবার দিনগত রাত্রে হিজুলি গ্রামের নলগাড়ীর মাঠে মহসীন আলী ও মোজ্জেম হোসেন নামের দুই ভাইয়ের এক বিঘা জমির ধান গাছ কেটে দিয়েছে তাদের প্রতিপক্ষ।
জানা যায় উক্ত জমি নিয়ে ক্ষতিগ্রস্তের ফুফাতো ভগ্নিপতি হযরত আলীর সাথে দীর্ঘদিন যাবত একটি মামলা প্রক্রিয়াধীন আছে আদালতে। আদালতের অনুমতি নিয়েই উক্ত জমিতে ধানের চাষ করে মহসীন আলী ও মোজ্জেম হোসেন। ক্ষতিগ্রস্ত জমির মালিক মহাসিন আলী বলেন গতকাল রাত্রে তার প্রতিপক্ষ হযরত আলী ও তার ছেলেরা মিলে তাদের এক বিঘা জমির ধান গাছ কেটে বিনষ্ট করেছে। ২৬/০২/২১
Tag: others Zilla News
No comments: