কানাডায় দুই গাড়ির সংঘর্ষে ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
কানাডার ম্যানিটোবায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- আদিত্য নোমান, আরানুর আসাদ চৌধুরী ও রসুল বাঁধন। তাদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে। তিনজনই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন ছিলেন বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম বাংলাদেশি কমিউনিটির আবদুল বাতেন জানান, ‘নিহত ৩ শিক্ষার্থী ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই দুইজন ও পরে হাসপাতালে আরও একজন মারা যান। কমিউনিটিতে তারা জনসেবামূলক কর্মকাণ্ডে ব্যাপক পরিচিত ছিলেন।’
এ ঘটনায় আহত অপর গাড়ির চালক ৫৩ বছর বয়সী এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় উইনিপেগের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ
Tag: English News lid news world
No comments: