সিরাজগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ৩০ জন।
উপজেলার কোনাবাড়ি কলেজ মোড় এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এখন পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল ইসলাম জানিয়েছেন, বগুড়া থেকে ঢাকাগামী যুগান্তর পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ভোজ্য সয়াবিন তেলবাহী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়।
খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। এর মধ্যেই হাসপাতালে নেওয়ার সময় আরও এক বাসযাত্রীর মৃত্যু হয়।
এদিকে, এই দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাস বর্তমানে পুলিশের হেফাজতে থাকলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
Tag: English News lid news national
No comments: