টিকা নিলেন ব্রিটেন-নরওয়েসহ ৪৫ দেশের কূটনীতিক
আজ টিকা নিয়েছেন ব্রিটেন, নরওয়ে, ব্রাজিলসহ বিভিন্ন দেশের ৪৫ জন কূটনীতিক। এসময় তারা সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে করোনা টিকা নেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বলেন, বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে আল-জাজিরাসহ বেশ কয়েকটি গণমাধ্যম যে বানোয়াট তথ্য প্রচার করেছিলো তা মিথ্যা প্রমাণিত হয়েছে।
গত বছরের শুরুর দিকের কথা। করোনায় ধুঁকছে গোটা বিশ্ব। চীনের উহানে শুরু হওয়া সেই মহামারি আঘাত হানে বাংলাদেশেও। গত বছর ৮ মার্চে যখন এদেশেও সংক্রমিত হয় করোনা তখন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাসহ বৈশ্বিক কয়েকটি গণমাধ্যম ফলাও করে প্রচার করে করোনায় বাংলাদেশে মারা যাবে অসংখ্য মানুষ।
কিন্তু বছর না ঘুরতেই সেই শঙ্কা তো মিথ্যে হয়েছেই সঙ্গে ১১ দিন ধরে চলছে ভ্যাকসিন কার্যক্রম। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিকরা ভ্যাকসিন নিতে আসেন মহাখালির শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে। এসময় মন্ত্রী বলেন সব অপপ্রচার প্রমাণিত হয়েছে।
ডা. আবদুল মোমেন বলেন, তারা যে তথ্যগুলো দিয়েছে। সেটার সঙ্গে বাস্তবের কোন মিল রয়েছে। আল জাজিরার সঙ্গে নেত্র নিউজ বলেছে, বাংলাদেশে করোনায় ৫০ লাখ থেকে এককোটি লোক মারা যাবে। অক্সফোর্ডের বরাত দিয়ে। এখন পর্যন্ত আমাদের আট হাজারের বেশি মারা গেছে। এগুলো সব বানোয়াট।
রাষ্ট্রদূতদের জন্য আয়োজিত ভ্যাকসিন কার্যক্রমে এদিন টিকা নেন ৪৫ জন কূটনীতিক। এ সময় তারা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ভারতের সিরামের ভ্যাকসিন মানসম্মত।
চলতি মাসের শুরুর দিকে আরো ৩০ জন কূটনীতিক টিকা নিয়েছেন এই হাসপাতালে
Tag: English News politics
No comments: