ভিয়েতনাম যুদ্ধের পর এবার বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল আমেরিকা: সিবিএস
আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা দু’টি বিশ্বযুদ্ধ ও ভিয়েতনাম যুদ্ধে দেশটি নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে বলে আমেরিকার একটি গণমাধ্যম খবর দিয়েছে।
মার্কিন নিউজ চ্যানেল সিবিএস জানিয়েছে, আমেরিকায় গত প্রায় এক বছরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে; যদিও ঘোষিত এ সংখ্যার চেয়ে প্রকৃত মৃতের সংখ্যা আরো অনেক বেশি।
আমেরিকার ন্যাশনাল আর্কাইভের তথ্য বলছে, ১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ২০ বছর ধরে চলা ভিয়েতনাম যুদ্ধে প্রায় ৫৮ হাজার ২০০ মানুষ নিহত হয় যাদের মধ্যে যুদ্ধের ময়দানেই নিহত হয়েছে ৪৭ হাজার ৪৩৭ জন।
আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার সেনা নিহত হয়েছে দুই লাখ ৯১ হাজার ৫৫৭ জন। সব মিলে দুই যুদ্ধে প্রায় সাড়ে তিন লাখ মার্কিন সেনা নিত হয়েছে। অথচ আমেরিকায় করোনা আক্রান্তের প্রথম ১০ মাসে মারা গেছে তিন লাখ এবং গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে এ পর্যন্ত মারা গেছে আরো দুই লাখ হতভাগ্য মানুষ। বিশ্বে করোনা আক্রান্ত ও মৃত উভয় দিক দিয়ে আমেরিকা নিজের শীর্ষস্থান ধরে রেখেছে
Tag: English News world
No comments: