Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নববধূর সাজে আলিয়া ভাট




নববধূর সাজে আলিয়া ভাট

বিয়ের সাজে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এই ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পিচ রঙের লেহঙ্গা পরে মেহেদির সাজে দেখা যায় আলিয়াকে। রাজি অভিনেত্রীর যে ছবি ভাইরাল হয়, সেখানে তার সঙ্গে দেখা যায় জনপ্রিয় শিল্পী বীণা নাগডাকে। হাতে মেহেদি পরেই বীণা নাগডার সঙ্গে পোজ দেন আলিয়া। তবে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ বলছে, বিয়ের সাজে থাকলেও মূলত এটি আলিয়ার বিয়ের ছবি নয়। একটি বিজ্ঞাপনের শুটিং উপলক্ষেই মেহন্দি পরে লেহেঙ্গায় সেজে ক্যামেরার সামনে পোজ দেন আলিয়া। অভিনেত্রীর ওই ছবি দেখে তার ভক্তরা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করেন। যার মধ্যে অন্যতম, রণবীরের সঙ্গে আলিয়া কবে বিয়ের পিঁড়িতে বসেছেন! যদিও সে বিষয়ে আলিয়া কোনও মন্তব্য করেননি বলেও ওই প্রতিবেদনে বলা হয়। এদিকে শাহিন ভাট, আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরদের সঙ্গে আলিয়া যখন মালদ্বীপে ছুটি কাটাতে যান, সেই সময় আচমকাই রণবীরের কাকা রাজীব কাপুরের মৃত্যু হয়। রাজীব কাপুরের মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি মুম্বাইতে ফিরে আসেন আলিয়া। আলিয়ার সেই ছবিও ধরা পড়ে ক্যামেরায়। প্রসঙ্গত চলতি বছর শুরুর আগে রণবীর কাপুরদের সঙ্গে রণথম্ভোরে বেড়াতে যান আলিয়া ভাট। ওই সময় রণবীরের সঙ্গে আলিয়ার বাগদান সম্পন্ন হবে বলে শোনা যায়। যদিও সমস্ত জল্পনা উড়িয়ে মুখ খোলেন রণধীর কাপুর। তিনি জানান, এই মুহূর্তে বিয়ে করছেন না রণবীর। নির্দিষ্ট সময়ে রণবীর, আলিয়ার বিয়ের খবর জানানো হবে বলেও স্পষ্ট জানিয়ে দেন রণবীর কাপুর। জানা যায়, হৃষি কাপুরের মৃত্যুর এক বছর কাটার পর তবেই রণবীর-আলিয়া হয়ত বিয়ের পিঁড়িতে বসবেন। যদিও হৃষি কাপুরের মৃত্যুর এক বছরের আগেই চলে যান রাজীব কাপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply