ইরফান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট
নৌবাহিনী কর্মকর্তাকে মারধরে, হাজী সেলিমের ছেলে ইরফানের সম্পৃক্ততা মেলায় তাকেসহ ৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে, গোয়েন্দা পুলিশ।
রাজধানীর কলাবাগানে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ছবি ভাইরালের পর, মামলা হয়, হাজী সেলিমপুত্র ইরফানসহ ৮-১০ জনের বিরুদ্ধে। অভিযানে তার দেহরক্ষী জাহিদুলসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে, পুলিশ। গত বুধবার ৫ জনকে অভিযুক্ত কোরে আদালতে চার্জশিট দেয়, ডিবির রমনা বিভাগ।
এদিকে, এই সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ জানায়, হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, রন হক শিকদারের অসুস্থতার কারণে, মানবিক বিবেচনায় রিমান্ড আবেদন করা হয়নি।
Tag: English News politics
No comments: