দেশে দেশে করোনার টিকাদান, তুষারঝড়ে বাধাগ্রস্ত যুক্তরাষ্ট্রে
দেশে দেশে চলছে করোনার টিকাদান। যুক্তরাষ্ট্রে এখনো টিকার সঙ্কট কাটেনি। তার ওপর নিউইয়র্কসহ বেশ কিছু অঙ্গরাজ্যে তুষারঝড় টিকাদান কর্মসূচিতে বাধা হয়ে দাঁড়িয়েছে ।
করোনার নতুন স্ট্রেইনে বিপর্যস্ত ব্রিটেনে চলছে টিকাদান কর্মসূচি। দেশটির প্রত্যেক নাগরিককে টিকার আওতায় আনতে নিরলস চেষ্টা চালাচ্ছে ব্রিটেন কর্তৃপক্ষ। টিকাদানের কর্মসূচি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার (০১ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইয়র্কশায়ারের একটি টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন তিনি। নতুন বৈশিষ্ট্যরের করোনার বিরুদ্ধে এখন পর্যন্ত উদ্ভাবিত সব ভ্যাকসিনই কাজ করবে বলে আশা প্রকাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
করোনার ধাক্কায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে টিকা দিয়ে ভাইরাস মোকাবিলার সর্বাত্মক চেষ্টা করছে। আরো বেশি মানুষকে টিকার আওতায় আনতে অ্যারিজোনায় গণটিকাদান কেন্দ্র খোলা হয়েছে। তবে এখনো টিকার স্বল্পতার কথা জানিয়েছে নিউইয়র্কসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যের সরকার। এছাড়া বিভিন্ন অঙ্গরাজ্যে তুষারঝড়ের কারণে পূর্বনির্ধারিত টিকাদান কর্মসূচি স্থগিত করা হয়।
করোনায় বিপর্যস্ত ব্রাজিলে বয়স্কদের টিকা দেওয়া শুরু হয়েছে। দেশটির রিও ডি জেনিরোতে মৃত্যু বরণ করা ৮০ শতাংশই ষাটোর্ধ্ব নাগরিক। এর মধ্য দিয়ে বয়স্কমৃত্যুর হার কমানোর আশা করছে সরকার।
অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি ১০ লাখ টিকা পৌঁছেছে দক্ষিণ আফ্রিকায়। এ মাসেই আরো ৫ লাখ টিকা সরবরাহ করবে ভারত।
চীনের পাঠানো টিকা পৌঁছেছে পাকিস্তানে। উপহার হিসেবে পাঠানো চীনের এ টিকা গ্রহণ করেন পাক পররাষ্ট্রমন্ত্রী।
Tag: English News world
No comments: