Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বাংলাদেশ সফরের আগে ক্যারিবীয় শিবিরে করোনার হানা




ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত বাংলাদেশ সফরে আসার আগে দুঃসংবাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় বোলার রোমারিও শেফার্ড করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা শনাক্ত হওয়ায় পুরো সফর থেকে ছিটকে গেলেন তিনি। শেফার্ডের বদলে ওয়ানডে সিরিজের জন্য বার্বাডোজের খেলোয়াড় কিওন হার্ডিংয়ের নাম ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে ক্যারিবীয়দের ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন শেফার্ড। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় আপাতত নিজ শহর গায়নাতেই আইসোলেশনে থাকতে হচ্ছে এই পেসারকে। নতুন ডাক পাওয়া হার্ডিংয়ের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছরের শেষে ইংল্যান্ড সফরে রিজার্ভ খেলোয়াড় হিসাবে দলের সঙ্গে ছিলেন হার্ডিং। আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ক্যারিবীয় ক্রিকেট দল। ঢাকায় পা রাখার পর সাত দিনের কোয়ারেন্টিনে থাকবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এর মধ্যে প্রথম তিনদিন ক্রিকেটাররা হোটেল রুমে থাকবেন। পরে কোভিড টেস্টের ফল নিয়ে নিজেদের মধ্য অনুশীলনের সুযোগ পাবেন তাঁরা। কোয়ারেন্টিন পর্ব শেষ করে ১৮ জানুয়ারি বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে। ২৫ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর ২৮ থেকে ৩১ জানুয়ারি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি থেকে। ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল : জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনিল আমব্রিস, এনক্রুমা বোনের, জশুয়া ডি সিলভা, জামার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কেজর্ন ওটলি, রভম্যান পাওয়েল, রেমন রিফার,কিওন হার্ডিং, হেইডেন ওয়ালশ জুনিয়র। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনের, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, ক্যাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শেন মোজলি, ভিরাসামি পেরমল, কেমার রোচ, রেমন রিফার, জোমেল ওয়ারিক্যান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply