রোনালদোর গোলহীন দিনে য়্যুভেন্তাসের জয়
সিরি আ'য় প্রত্যাশিত জয় তুলে নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে য়্যুভেন্তাস। ২-০ গোলে তারা হারিয়েছে সাম্পদোরিয়াকে। একটি করে গোল করেছেন চিয়েসা ও রামসি।
ধীরে ধীরে সুসময় ফিরছে ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন য়্যুভেন্তাসের। এবার তারা সাম্পদোরিয়াকে হারিয়ে উঠে এসেছে টেবিলের তিনে।
তার আগে সাম্পদোরিয়ার মাঠে নেমে ম্যাচের ২০ মিনিটেই লিড পায় য়্যুভেন্তাস। আলভারো মোরাতার বাড়ানো বল পেয়ে সহজেই প্রতিপক্ষের জালে জড়ান চিয়েসা।
এরপর প্রথমার্ধের শেষ দিকে মিনিট দুয়েকের ব্যবধানে দারুণ দুটি সুযোগ পান রোনালদো। কিন্তু ভাগ্য এদিন সঙ্গে ছিল না পর্তুগিজ তারকার। ব্যবধান বাড়ানো হয়নি তার।
বিরতি থেকে ফিরে ভালো কোন সুযোগ তৈরি করতে পারেনি তুরিনের ওল্ড লেডিরা। উল্টো রক্ষণে ভীতি ছড়িয়েছে সাম্পদোরিয়া। অবশেষে ম্যাচের যোগ করা সময়ে দ্বিতীয় গোলের দেখা পায় য়্যুভরা। এবার অতিথিদের হয়ে স্কোরখাতায় নাম তোলেন অ্যারন রামসি। তাতেই পুরো তিন পয়েন্ট নিশ্চিত হয় পিরলোর দলের।
Tag: English News games
No comments: