Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » জনরায় উপেক্ষার ন্যাক্কারজনক ফল ক্যাপিটল হিল তাণ্ডব




জনরায় উপেক্ষার ন্যাক্কারজনক ফল ক্যাপিটল হিল তাণ্ডব উদ্বেগ, নিন্দা কিংবা সংযত হবার আহ্বান-এতোদিন বিভিন্ন দেশের ওপর এমন ছড়ি ঘোরানো যুক্তরাষ্ট্রকেই এবার হজম করতে হচ্ছে এইসব বার্তা। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক আর সাবেক রাষ্ট্রদূতরা বলছেন, জনরায় উপেক্ষার ন্যাক্কারজনক ফল হলো ক্যাপিটল হিল তাণ্ডব। তবে শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তির জোরে সঙ্কট কাটিয়ে উঠবে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সাইবার হামলা, কিংবা উত্তর কোরিয়া- চীনা গেরিলারা নয়, নয় কোন জঙ্গী গোষ্ঠীর আক্রমণও। খোদ মার্কিনিরাই উন্মত্ত হয়ে তাদের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠানে লুটতরাজ, ভাঙচুর করছে। এই দৃশ্য দেখে তাই বিশ্বজুড়ে বিস্ময়, উদ্বেগ আবার কারও কাছে হাসিরও খোরাক। কেননা এই দেশটি তার পররাষ্ট্রনীতি, বইপত্র থেকে সিনেমা সবখানে গণতন্ত্রের ফেরিওয়ালা। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক আর সাবেক রাষ্ট্রদূতদের কাছে প্রশ্ন ছিলো ক্যাপিটল হিল আক্রান্তের ঘটনা কোন সত্যকে উন্মোচিত করলো। তারা বলছেন, জনরায় আর গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে পাশ কাটানোর চেষ্টা করলে যা হয় তাই হয়েছে যুক্তরাষ্ট্রে। ক্যাপিটল হিলের এই ঘটনা আরও ভিন্ন আঙ্গিকে দেখা কথা বলছে- আর তা হচ্ছে রাজনীতি ক্রমস ব্যবসায়ীদের হাতে চলে যাবারও একটি কুৎসিত দিক। যা বাকি বিশ্বের জন্যও একটি বার্তাই বটে। এই ঘটনার জেরে টুইটার, ফেসবুক থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন, ডোনাল্ড ট্রাম্প। তাই সাধারণ মানুষ তো বটেই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আরও দায়িত্বশীল হওয়া দরকার। কোন সন্দেহ নেই, ক্যাপিটল হিলের ঘটনা দীর্ঘদিন দগদগে ঘা হয়ে থাকবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে- বহির্বিশ্বেও। এরপরও বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র তার শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তির জোরেই কাটিয়ে উঠবে এই ইমেজ সংকট।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply