Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » শুটিংয়ে ফিরছেন আজিজুল হাকিম




করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বছর শেষের দিকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন অনেক আগেই। মেনে চলছেন চিকিৎসকদের পরামর্শ। জানা গেছে, এখন শারীরিক দুর্বলতা ছাড়া তেমন কোনো সমস্যা নেই আজিজুল হাকিমের। এরই মধ্যে শুটিংয়ে ফেরার পরিকল্পনা করছেন তিনি। ৮ জানুয়ারি আবু হায়াত মাহমুদের ‘স্বর্ণমানব-৪’ নাটকে অভিনয় করার কথা রয়েছে তার। এমনটাই জানা গেছে দেশীয় একটি গণমাধ্যম সূত্রে। কাজে ফেরা প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, আল্লাহর রহমতে এখন সুস্থ জীবনযাপন করছি। যেহেতু অভিনয় করা আমার পেশা, তাই কাজে তো ফিরতেই হবে। নির্মাতারা স্বাস্থ্যবিধি মেনে আমাকে নিয়ে কাজ করবেন। আমিও সেভাবেই পরিকল্পনা সাজিয়েছি। অসুস্থ হওয়ার আগে চারটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন আজিজুল হাকিম। সরকারি অনুদানের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সুস্থ হওয়ার পর ধীরে ধীরে ধারাবাহিক নাটকে চিত্রায়ণে অংশ নেবেন বলেও জানিয়েছেন তিনি। স্ত্রী-সন্তানসহ গত গত বছর ১০ নভেম্বর করোনায় আক্রান্ত হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। অবস্থার অবনতি হলে ১৩ নভেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্ট রাখা হয় এ অভিনেতাকে। অবস্থার উন্নতি হলে ১৫ নভেম্বর লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। এরপর ১৮ নভেম্বর সন্ধ্যায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়। করোনা জয় করে ২৪ নভেম্বর বাসায় ফিরেছিলেন তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply