মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপােতা গ্রামে এক গৃহবধৃর ঝুলন্ত মরদেহ উদ্ধা
র করেছে পুলিশ। ২ সন্তানের জননী সােনিয়া কাঁঠালপােতা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। রবিবার সকালের দিকে স্বামীর ঘরের আড়ার সাথে সােনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয় যাদুখালি পুলিশ ক্যাম্পের সদস্যরা।
স্থানীয় পিরােজপুর ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুল ইসলাম জানান,সকালের দিকে সােনিয়ার মরদেহ তার স্বামীর ঘরের আড়ার সাথে ঝুলছিল। এসময় পুলিশ ক্যাম্পে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে সােনিয়ার বাবা ও শ্বশুরবাড়ির লােকজন বিষয়টি নিয়ে আপােষ মিমাংসা করেছে। মেহেরপুর সদর থানা সূত্র জানায়,প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা।
Tag: others Zilla News
No comments: