কাছের বন্ধুর ছবি প্রকাশ করলেন সুস্মিতার মেয়ে
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের বড় মেয়ে রেনে সেন। ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় তাকে দত্তক নিয়েছিলেন সুস্মিতা। সেই রেনের বয়স এখন ২১। অভিনয় জগতেও পা রেখেছেন তিনি। ধীরে ধীরে আলোচনায় আসতে শুরু করছেন রেনে।
সম্প্রতি সন্তান দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করে আলোচনায় ছিলেন রেনে। এবার কাছের বন্ধুর ছবি প্রকাশ করেছেন সুস্মিতার কন্যা। নিজের ইনস্টাগ্রামে কাছের বন্ধুর সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন রেনে। তা নিয়ে রীতিমতো হইচই নেটদুনিয়ায়।
রেনের ইসস্টাগ্রাম সূত্রে জানা গেছে, রেনের কাছের বন্ধুটির নাম দর্শিল সাফারি। তাতে জামিন পার সিনেমায় ঈশান চরিত্রে দেখা গিয়েছিল তাকে। ওই সিনেমা এবং দর্শিলের প্রশংসা করেছেন রেনে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘সূত্তাবাজি’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন রেনে আর দর্শিল। সেখান থেকেই তাদের বন্ধুত্ব। ধীরে ধীরে ঘনিষ্ঠ হচ্ছেন এ জুটি। তারই ধারণা পাওয়া গেছে রেনের ইসস্টাগ্রামে শেয়ার করা একাধিক ছবি থেকে।
No comments: