ভ্যাকসিন নিতে অ্যাপসে নিবন্ধন করতে হবে: ফ্লোরা
ভ্যাকসিন নিতে অ্যাপসে নিবন্ধন করতে হবে: ফ্লোরা
করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে। এ অ্যাপস তৈরির কাজ প্রায় শেষপর্যায়ে। অ্যাপসটির মাধ্যমে ভ্যাকসিন গ্রহণের সময় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
শনিবার (০৯ জানুয়ারি) বিএমএ ভবনে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনা ক্লোন প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সেব্রিনা ফ্লোরা অনলাইনের মাধ্যমে এ সভায় যুক্ত হয়ে বলেন, অনলাইনে তালিকা চূড়ান্ত পর্যায়ে। ভ্যাকসিন কীভাবে দেওয়া হবে এবং কারা পাবেন সে বিষয় নিয়ে কাজ চলছে।
তিনি আরো বলেন, ভ্যাকসিন দেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হলে কীভাবে ম্যানেজ করা হবে তা নিয়েও কাজ করা হচ্ছে।
ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে করোনা ভ্যাকসিন পেতে ত্রিপক্ষীয় চুক্তি করেছে বাংলাদেশ। প্রথম ধাপে ফেব্রুয়ারিতে ভ্যাকসিন পাওয়ার আশা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।
Tag: English News national
No comments: