জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডেও নেই মাশরাফী
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের জন্য ২৪ ও টেস্ট সিরিজের ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে রাখা হয়নি পেসার মাশরাফী বিন মোর্ত্তজাকে।
Nagad Banner
গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নেতৃত্ব ছাড়েন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফী। তামিম ইকবালকে দেয়া হয় নতুন দায়িত্ব। মাশরাফী বলেছিলেন নেতৃত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
করোনাভাইরাসের কারণে গত ১০ মাস ক্রিকেট খেলেনি টিম টাইগার্স। ২০ জানুয়ারি মিরপুরে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তামিম-মুশফিকরা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর সফরকারীদের সঙ্গে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। টাইগারদের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে ১০ জানুয়ারি। ওই দিনই বাংলাদেশে আসবে উইন্ডিজ দল।
ওয়ানডে স্কোয়াডে নতুন মুখ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও বাঁহাতি ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন।
২৪ সদস্যের ওয়ানডে প্রাথমিক স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলী, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান ও রুবেল হোসেন।
২০ সদস্যের টেস্ট প্রাথমিক স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী, সাইফ হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাঈম হাসান ও এবাদত হোসেন।
Tag: English News games
No comments: