আরো একদিন হাসপাতালে থাকার আবদার সৌরভ গাঙ্গুলির
হাসপাতাল থেকে বুধবার (৬ জানুয়ারি) ছুটি পাওয়ার কথা ছিল সৌরভ গাঙ্গুলির। তার সব রিপোর্ট সন্তোষজনক বলে জানানো হয়েছে। কিন্তু তবুও আজ বাড়ি ফেরা হচ্ছে না সৌরভের। বৃহস্পতিবার যে কোনো সময় হাসপাতাল ছাড়তে পারেন প্রিন্স অব কলকাতা। সৌরভ গাঙ্গুলীর ইচ্ছানুসারে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ভাই স্নেহাশীষ গাঙ্গুলি।
জানা গেছে, সৌরভ গাঙ্গুলির ডিসচার্জ সার্টিফিকেট প্রস্তুত রাখা হয়েছিল। বাড়ি ফেরাতে চলে গিয়েছিলেন সৌরভের স্ত্রী ডোনা কিন্তু শেষ মুহূর্তে এসে নিজেই সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতালে আরো একদিন থাকার।
পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, হৃদরোগের চিকিৎসার দ্বিতীয় ধাপ শেষ করার জন্য কয়েক দিনের মধ্যেই আবার হাসপাতালে ফিরতে হবে ভারতের সাবেক এ ক্রিকেট অধিনায়ককে।
প্রতিবেদনে বলা হয়, বাড়ি ফিরে গেলেও এখন তাকে সম্পূর্ণ বিশ্রামেই থাকতে হবে। বাইরে খুব একটা বের হওয়া যাবে না। তবে ‘ওয়ার্ক ফ্রম হোম’ করতে বাধা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যদি মনে করেন বোর্ডের বা আইসিসির কোনো সভায় বাড়ি থেকে যোগ দেবেন, তা তিনি পারবেন।
ভারী কাজ করতে না পারার কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়, সৌরভের ডান দিকে একটি স্টেন্ট বসানো হয়েছে। কিন্তু তার বাঁ-দিকের ধমনীতেও দুটি ব্লকেজ রয়েছে। কোনো রকম ঝুঁকি না নিয়ে দ্বিতীয় ধাপে আরও দুটি স্টেন্ট বসানো হবে। সপ্তাহ তিনেকের মধ্যে সেই চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করতে ফের হাসপাতালে আসতে হবে সৌরভকে।
এদিকে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সৌরভের চিকিৎসার জন্য মঙ্গলবার (৫ জানুয়ারি) বেঙ্গালুরু থেকে চার্টার্ড বিমানে উড়িয়ে আনা হয়েছিল দেবী শেঠিকে। পুরো টিম নিয়ে কলকাতা পৌঁছান তিনি। সৌরভকে দেখে দেবী শেঠি জানান, ২০ বছর বয়সে সৌরভের হার্ট যেমন শক্তপোক্ত ছিল, এখনো তেমনই রয়েছে।
দেবী শেঠি বলেন, সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা হয়েছে সৌরভের। উন্নত বিশ্বের যে কোনো দেশে ঠিক এই চিকিৎসাই করা হতো। এর বাইরে কিছু হতো না। এখন বাইপাস সার্জারির পরেও সংশ্লিষ্ট রোগী বাণিজ্যিক বিমান চালানোর লাইসেন্স পেতে পারেন। অর্থাৎ নিজের তো বটেই ৩০০-৪০০ যাত্রীর দায়িত্বও তিনি নিতে পারেন। সৌরভও কয়েক দিন পর ম্যারাথন দৌড়াতে পারবেন। চাইলে বিমানও চালাতে পারবেন। জটিল কিছু হয়নি। আপাতত অন্য সবার মতোই ঘরে বসে কাজও করতে পারবেন সৌরভ।
Tag: English News games
No comments: