Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ক্লাসে বসার জায়গা নিয়ে ঝগড়া, উত্তরপ্রদেশে গুলিতে ঝাঁঝরা সহপাঠী




ক্লাসে বসার জায়গা নিয়ে ঝগড়া, গুলিতে ঝাঁঝরা সহপাঠী ক্লাসে বসায় জায়গা নিয়ে দুই বন্ধুর মধ্যে সামান্য ঝগড়ায় খুনের ঘটনা ঘটেছে ভারতের বুলন্দশহর জেলায়। সামান্য ঝগড়া থেকে এমন ভয়াবহ পরিণতি হতে পারে তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউ। বন্ধুর সঙ্গে ঝগড়ার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই ক্লাসের মধ্যে গুলি করে সহপাঠী কিশোরকে খুন করল অভিযুক্ত কিশোর। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্কুলে, আতঙ্কিত হয়ে পড়ে সহপাঠী এবং শিক্ষক-শিক্ষিকারা।

বুলন্দশহর জেলার শিখরপুরের সুরজ ভন সরস্বতী ‘ইন্টার কলেজ’ নামের স্কুলের পড়ুয়া ওই দুই কিশোর। ক্লাসের অন্যান্য শিক্ষার্থীরা জানিয়েছে, মঙ্গলবার ওই দুই সহপাঠী কিশোরের মধ্যে বসার জায়গা নিয়ে ঝগড়া হয়েছিল। তা ক্রমেই ভয়াবহ মারপিঠে গড়ার। এরপর আবার থেমে যায়। কিন্তু খুনে অভিযুক্ত কিশোর প্রবল আক্রোশে পরের দিন স্কুলে আসার সময় ব্যাগে আগ্নেয়াস্ত্র নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার ওই দুই কিশোরের মধ্যে ক্লাসে বসার জায়গা নিয়ে ভয়ানক মারপিট হয়েছিল। এরপর বৃহস্পতিবার অভিযুক্ত কিশোর বন্দুক নিয়ে স্কুলে আসে। প্রথম দুটো ক্লাস হয়ে যাওয়ার পরেই সে ব্যাগ থেকে বন্দুক বের করে সহপাঠী কিশোরকে তাক করে পরপর দুটি গুলি চালায়। গুলিতে এফোঁড়-ওফোঁড় হয়ে যায় শরীর। রক্তে ভেসে যায় গোটা ক্লাসরুম। স্কুলের প্রধান শিক্ষক প্রভাত গুপ্তা, গুলির শব্দে যখন চারদিকে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল, তখন অভিযুক্ত কিশোর পালানোর চেষ্টা করেছিল। কিন্তু কিছু শিক্ষকের তৎপরতায় সে ধরা পড়ে যায়। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। এদিকে আহত ছাত্রকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, শেষরক্ষা হয়নি। বুলন্দশহরের এসএসপি সন্তোষ কুমার সিং জানিয়েছেন, ইতিমধ্যেই ওই নাবালক অভিযুক্তকে আটক করা হয়েছে। খুনে ব্যবহৃত বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাকা পেশায় সেনা সদস্য। তিনি বড়দিনের ছুটিতে বাড়িতে এসেছেন। তারই সার্ভিস রিভলবার নিয়ে এই কাণ্ড ঘটিয়েছে কিশোর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply