Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ব্রেন্টফোর্ডকে হারিয়ে ফাইনালে টটেনহ্যাম




ব্রেন্টফোর্ডকে হারিয়ে ফাইনালে টটেনহ্যাম

টুর্নামেন্টের ফাইনালে উঠল টটেনহ্যাম হটস্পার। ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে হোসে মরিনিয়ো শিষ্যরা। লিগ কাপের সেমিফাইনাল। ইপিএলে শেষ ম্যাচে লিডস ইউনাইটেডকে ৩-০ গোলে হারালেও এর আগের চার ম্যাচে দুই হার আর দুই ড্রয়ে মোটেও নিরাপদ স্থানে নেই স্পাররা। অন্যদিকে সব ধরনের ম্যাচে নিজেদের শেষ ১৬ ম্যাচে অপরাজিত ব্রেন্টফোর্ডই যেন এদিন এগিয়ে ছিল। তবে নিজেদের মাঠে খেলা শুরু হতেই যেন অভিজ্ঞদের চেনা যায়। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে শুরু থেকেই ছন্দে টটেনহ্যাম, অতিথিদের চাপে রাখে। ফলটাও আসে মাত্র ১২ মিনিটে। রিগুইলিওনের পাস থেকে মৌসা সিসিওকোর দারুণ গোলে এগিয়ে যায় স্পাররা। শুরুর চাপ সামলে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা ব্রেন্টফোর্ড রক্ষণদুর্গেরের। সফলও হলেন। আর কোনো গোল হজম না করায় ১-০ গোলের স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দু’দল। বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়িয়েছিল প্রতিপক্ষ। ৬৫ মিনিটে এক গোল করেছিল ব্রেন্টফোর্ড। কিন্তু ভিএআরের তা বাতিল করে দেয় রেফারি। ৫ মিনিট পরই নিজের ঝলক দেখান সন হিউমিন। মাঝ মাঠ থেকে প্রায় একক প্রচেষ্টায় মৌসুমের ১৬ নম্বর গোলটা করেন। লিড দাঁড়ায় ২-০। দুই গোল খেয়ে যেন মাথা খারাপ হয়ে যা ব্রেন্টফোর্ডের। এলোমেলো ফুটবল আর ফাউল করতে থাকে। ৮৪ মিনিটে তার খেসারত দেয় তারা। দ্যা সিলভা লাল কার্ড খেলে ১০ জনের দলে পরিণত হয়। ম্যাচের বাকি সময় একাধিক বদলি এনেও একটা গোল পরিশোধ করতে পারেনি ব্রেন্টফোর্ড। ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে। আর দারুণ এক জয়ে ফাইনালের টিকিট কাটে হোসে মরিনিয়ো শিষ্যরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply