Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বয়স চুরি করেন পাকিস্তানের ক্রিকেটাররা!




বয়স চুরি করেন পাকিস্তানের ক্রিকেটাররা!

হালের আফগান সেনসেশন রশীদ খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ হাস্যরস দেখা যায়। দেখতে বেশ বয়স্ক মনে হলেও, তার বয়স নাকি ২২ বছর! কেবল এই আফগান ক্রিকেটারই নন, আন্তর্জাতিক ক্রিকেটে এসে নাকি পাকিস্তানের ক্রিকেটাররাও বয়স চুরি করেন! এমনই অভিযোগ করেছেন দেশটিরই সাবেক তারকা পেসার মোহাম্মদ আসিফ। বলা চলে, বড়সড় একটা বোমাই ফাটিয়েছেন পাকিস্তানের সাবেক এই পেসার। তিনি জানিয়েছেন, পাকিস্তানের বর্তমান দলের অনেক ক্রিকেটারের বয়স খাতা কলমে ১৭-১৮ হলেও, মূলত তাদের আসল বয়স ২৭-২৮! টেস্ট ক্রিকেটে পাকিস্তানি পেসারদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন আসিফ। তিনি জানিয়েছেন, গেল ক'বছরে পাকিস্তানের কোন পেসারকে টেস্টে ১০ উইকেট নিতে দেখেন নি তিনি। যার প্রধান কারণ পেসাররা লম্বা স্পেলে বল করতে পারেন না। বয়স বেশি হওয়ার কারণেই এমনটা হচ্ছে বলে মন্তব্য করেন পাকিস্তানের হয়ে ১০৬ উইকেট পাওয়া এই পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও পাকিস্তানের পেস আক্রমণের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন আসিফ। নিউজিল্যান্ডে শাহীন আফ্রিদি, ফাহিম আশরাফ, নাসিম শাহদের মতো তরুণরা সামলাচ্ছেন দলের পেস ডিপার্টমেন্ট। গুগল বলছে, নাসিম শাহ'র বয়স ১৭ বছর। আর শাহীন আফ্রিদির বয়স ২০। তবে বাস্তবে তাদের বয়স আরো অনেক বেশি বলে মনে করেন আসিফ। আর মূল বয়স বেশী বলেই তারা ৫-৬ ওভার বল করার পরই ক্লান্ত হয়ে যান বলেও অভিযোগ করেছেন তিনি। ৫ বছরের টেস্ট ক্যারিয়ারে ২৩ ম্যাচ খেলে ১০৬ উইকেট শিকার করেন আসিফ। ম্যাচ ফিক্সিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘদিন নির্বাসনে ছিলেন এই পেসার। পরবর্তীতে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও জাতীয় দলের হয়ে খেলতে পারেন নি। ২০১৮ সালের পর আর কোনো প্রথম শ্রেণি কিংবা লিস্ট এ ম্যাচ খেলেন নি আসিফ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply