অর্থ উপার্জনে অন্ধের মতো বিদেশে ছুটবেন না: প্রধানমন্ত্রী
বিদেশে গিয়ে অর্থ নামের সোনার হরিণ ধরতে অন্ধের মতো ছুটতে নিরুৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানের বক্তৃতায় তিনি এমন আহ্বান জানিয়ে বলেন, ‘করোনা মহামারীতে কাজ হারানো প্রবাসীরা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করতে পারেন।’
সে সময় প্রধানমন্ত্রী বিদেশে যেতে ইচ্ছুকদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও রিক্রুটিং এজেন্টদের দায়িত্বশীল ভূমিকা রাখারও আহ্বান জানান।
তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১ কোটির বেশি বাংলাদেশি কাজ করছে। বাংলাদেশের উন্নয়নশীল অর্থনীতির জন্য তো বটেই বিশেষ করে করোনা মহামারীতে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সহায়ক ভূমিকা রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স।’
‘‘মুজিব বর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান’ এমন প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ এর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি জানান, প্রবাসীদের কল্যাণে সাতশ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে সরকার।
জনশক্তি রপ্তানীর ক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোকে আরো দায়িত্বশীল হতে বলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে শিক্ষা বৃত্তির চেক এবং প্রবাসীদের সিআইপিদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়
Tag: English News lid news national
No comments: