আজকালের মধ্যেই সব জেলায় করোনার টিকা পৌঁছে যাবে: ডিজি
আজকালের মধ্যেই দেশের সব জেলায় করোনার টিকা পৌঁছে যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্ততরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
রোববার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে, এই তথ্য তিনি। ৪ ফেব্রুয়ারির মধ্যে টিকা নেবার জন্য সুরক্ষা অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যাবে।
ইতোমধ্যে ৫৯ জেলায় পৌঁছেছে করোনার টিকা। সব ঠিক থাকলে, আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হবে।
গাজীপুরের বেক্সিমকোর ওয়ার হাউজ থেকে, বিশেষ নিরাপত্তায় টিকাগুলো নির্দিষ্ট জেলায় পাঠানো হয়। জেলার সিভিল সার্জন কর্মকর্তারা টিকা বুঝে নেন।
এছাড়া যারা টিকা দেবেন, তাদের জেলাভিত্তিক বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। জেলা-উপজেলায় তৈরি করা হচ্ছে টিকা দেয়ার বুথও। প্রথম সারিতে স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, পুলিশ ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের টিকা দেয়া হবে। তবে টিকা নেয়ার আগে, অবশ্যই নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।
Tag: English News politics
No comments: