Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » অপেক্ষায় কৌশানী




অপেক্ষায় কৌশানী

আরও একবার বনি সেনগুপ্তকে নিয়ে পর্দায় আসছেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। বনি-কৌশানী জুটির ৬ষ্ঠ সিনেমা এটি। সিনেমার নাম ‘তুমি আসবে বলে’। আপাতত এ সিনেমা মুক্তির জন্যই অপেক্ষা করছেন টলিউডের এ সুন্দরী। সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমাার অফিসিয়াল পোস্টার। নিজের ফেসবুকে সেটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘অপেক্ষা, স্বপ্ন দেখা আর ভালোবাসা শুধু #তুমি_আসবে_বলে।’ ২২ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। পারিবারিক গল্পে ‘তুমি আসবে বলে’ সিনেমাটি নির্মাণ করেছেন সুজিত মণ্ডল। সঙ্গে প্রেম, ভালোবাসা আর গান তো থাকছেই। বনি-কৌশানীর সর্ম্পকে টানাপোড়েন দেখা যাবে এ সিনেমাতেই। নিসপাল সিংয়ের প্রযোজনায় সিনেমাটি মুক্তি পাবে সুরিন্দর ফিল্মসের ব্যানারে। ‘তুমি আসবে বলে’ সিনেমায় আঁখি চরিত্রে অভিনয় করেছেন কৌশানী। আর বনিকে দেখা যাবে নন্দগোপাল চরিত্রে। বেনারস থেকে কলকাতায় পড়তে আসে নন্দগোপাল। কলেজে দেখে প্রেমে পড়েন আঁখির। কলেজেই আলাপ, প্রেম এবং সবশেষে টানাপোড়েন। দুই পরিবার কি মেনে নিবে তাদের বিয়ে? জানতে হলে দেখতে হবে সিনেমাটি। সিনেমাটির মুক্তি উপলক্ষে প্রচারে ব্যস্ত সময় পার করছেন বনি-কৌশানী। এরই মধ্যে অন্তর্জালে প্রকাশ হয়েছে এ সিনেমার একটি গান। ‘কবে দেখা পাবো তোর’ শিরোনামের গানটিতে কথা দিয়েছে শোভন গাঙ্গুলী। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটির সুর-সঙ্গীত করেছেন জিৎ গাঙ্গুলী। ২০১৫ সালে টলিউডে অভিষেক হয় কৌশানীর। তারপর বনি সেনগুপ্তের সঙ্গেই জুটি হয়ে অভিনয় করেছেন পাঁচটি সিনেমা। এছাড়া দেব এবং সোহমের বিপরীতেও দেখা গেছে এ অভিনেত্রীকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply