ক্যাপিটল হিল হামলায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের তাণ্ডবের মাঝে আহত পুলিশ সদস্য মারা গেছেন।
Nagad Banner
নিহত পুলিশ সদস্যের নাম ব্রায়ান সিকনিক। এই নিয়ে ওই সহিংসতায় মৃত্যু বেড়ে দাঁড়াল পাঁচে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিবিসি বলছে, কংগ্রেস ভবনে নিরাপত্তায় নিয়োজিত পুলিশের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে পুলশ জানায়, বুধবারের সহিংসতায় এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন, যার মধ্যে সর্বশেষ মারা গেছেন ব্রায়ান সিকনিক। হামালকারীদের শারীরিকভাবে প্রতিহত করতে গিয়ে গুরুতর আহত হন ব্রায়ান। পরবর্তীতে হাসপাতালে তার মৃত্যু ঘটে।
গত ৩ নভেম্বরের নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চূড়ান্ত অনুমোদনের জন্য অধিবেশনে বসেছিলেন মার্কিন আইনপ্রণেতারা। সেসময় হাজার হাজার ট্রাম্প-সমর্থক ক্যাপিটল ভবনে হামলা চালায়। ভবনের ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা।
এই হামলাকে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি ‘দেশের বিরুদ্ধে সশস্ত্র হামলা’ বলে আখ্যায়িত করেছেন।
Tag: English News world
No comments: