দীপিকাকে ভালোবাসেন ইরফান, নায়িকার জন্মদিনে স্মৃতিচারণ
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৩৪ বছরে পা দিয়েছেন মঙ্গলবার (৫ জানুয়ারি)। দীর্ঘ ১৩ বছরের বলিউড যাত্রায় যতটা প্রেম তিনি পেয়েছেন, ততটাই ভয়াবহ কিছু অভিজ্ঞতাও নিয়েছেন ঝুলিতে। যেমন কিছু মানুষের সংস্পর্শ থেকে নিজেকে বের করে এনেছেন। তেমনিভাবে কিছু মানুষের সান্নিধ্য তাকে পূর্ণ করেছে। এই তালিকার অন্যতম নাম প্রয়াত অভিনেতা ইরফান খান।
অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্মদিনে ইরফান খান ও তার মধুর সম্পর্ক নিয়ে কথা চলছে টুইটারে। ইরফান খান নেই কিন্তু তার স্মৃতি রয়ে গেছে। ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দীপিকা সম্পর্কে ইরফান বলেছিলেন, ‘ভালোবাসি আমি দীপিকাকে’। সে কথা মনে করে মনটা কেঁদে উঠল দীপিকা ও ইরফানের অনুরাগীদের।
২০১৫ সালে পরিচালক সুজিত সরকারের ‘পিকু’ সিনোময় ইরফান-দীপিকার অব্যক্ত ভালোলাগা ও রসায়নের প্রেমে পড়েছিলেন দর্শকরা। ২০১৭ সালে জানা যায়, এই জুটিকে ফের বড় পর্দায় দেখা যাবে। পরিচালক বিশাল ভরদ্বাজ তার থ্রিলার ড্রামার ঘোষণা করে ফেলেছিলেন। কিন্তু সিনেমার শুটিং পিছিয়ে যায় ইরফানের স্বাস্থ্যের কারণে। তখন এমনকি দীপিকার শরীরেও কিছু জটিলতা দেখা যায়। গত বছর এপ্রিলে চিরবিদায় নিয়েছেন ইরফান। অসমাপ্তই রয়ে গেল সিনেমাটি।
আরও পড়ুন: যে কারণে একাধিক ছবি থেকে বাদ পড়েন কারিনা
ফের দীপিকার সঙ্গে জুটি বাঁধবেন জেনে কেমন লাগছে? এমন প্রশ্নের উত্তরে ইরফান গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমি দীপিকার প্রেমে রয়েছি। ভালোবাসি তাকে। যখন জানলাম এক সঙ্গে কাজ করব আবার, আমি খুব উত্তেজিত।’ ইরফান খানের ব্যক্তিত্ব, অভিনয় সব কিছুতেই মুগ্ধ দীপিকা পাড়ুকোন। মানুষ হিসেবে ইরফান কেমন সে কথাও খোলসা করেছিলেন দীপিকা।
Tag: Entertainment
No comments: