পাকিস্তান দলের জন্য সমালোচনাই প্রাপ্য’
‘পাকিস্তান দলের জন্য সমালোচনাই প্রাপ্য’
দল বাজে পারফর্ম করেছে, তাই ক্রিকেটারদের জন্য সমালোচনাই প্রাপ্য। এমন মন্তব্য করেছেন পাকিস্তানের হেডকোচ মিসবাহ উল হক। এ ছাড়া পাকিস্তানের মাটিতে সফর নিশ্চিত করেছে ইংলিশ নারী ক্রিকেট দল। আর পুরুষদের ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো নারী আম্পায়ারের ভূমিকায় অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। ক্রিকেটের হালচাল নিয়ে থাকছে এবারের প্রতিবেদন।
কয়েক দিন আগেও পাকিস্তান ক্রিকেটের একচ্ছত্র ক্ষমতা ছিল মিসবাহ উল হকের হাতে। মাঠে হেড কোচ হিসেবে দিয়েছেন ক্রিকেট দীক্ষা, প্রধান নির্বাচক হিসেবে মূল্যায়ন করেছেন শিষ্যদের। প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দিয়েছে পিসিবি। এবার কোচিং নিয়েও উঠতে পারে প্রশ্ন।
তবে গুরুর আগে প্রশ্ন উঠেছে মাঠের ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে। আগের টেস্টে হারলেও শেষ পর্যন্ত লড়াকু মনোভাব ছিল রিজওয়ান-ফাওয়াদদের। আর পরের টেস্টে দলটার চিত্র ১৮০ ডিগ্রি পালটে গেছে, জুটেছে ইনিংস হারের লজ্জা। সমর্থকদের সমালোচনাকে যৌক্তিক বললেন কোচও।
মিসবাহ বলেন, ‘মাঠের পারফরমেন্স খারাপ হলে আপনাকে সমালোচনা শুনতেই হবে। ছেলেরা মোটেও আশানুরূপ খেলতে পারেনি। সামর্থ্য আছে বলেই ভক্তরা তাদের কাছে ভালো কিছুর প্রত্যাশা করে। সেটা না করতে পারলে ব্যর্থতার দায় নিতেই হবে। ম্যানেজমেন্ট নিশ্চয় এই বিষয়গুলো বিবেচনা করে এর একটা বিহিত করবেন।’
অন্যদিকে, ছেলেরা যখন রোষানলে, তখন পাকিস্তান ক্রিকেটের জন্য এসেছে সুখবর। নিরাপত্তার কারণে এখনও অনেকেই দেশটিতে যেতে রাজি হয় না বড় দলগুলো। তবে ছেলেদের পাশাপাশি ইংলিশ নারী দলকে পাঠাতেও সম্মতি জানিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড। অক্টোবরে মরগ্যান বাহিনীর সঙ্গী হবেন হিদার নাইটরাও।
২০০৫ সালে সবশেষ পাকিস্তান সফরে গিয়েছিল থ্রি-লায়ন্স। আর নারীদের বিশ্ব চ্যাম্পিয়নরা এই প্রথমবারের মতো যাচ্ছে পাকিস্তানে। ১৮, ২০ আর ২২ অক্টোবর তিনটা ওয়ানডে ম্যাচ খেলবেন ইংরেজ প্রমীলারা।
Tag: English News games
No comments: