করোনার টিকা পৌঁছেছে বিভিন্ন জেলায়
দেশের বিভিন্ন জেলায় পৌঁছেছে করোনার টিকা।
দেশের বিভিন্ন জেলায় করোনার টিকা পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে আজ রোববার কয়েকটি জেলায় পাঠানো হয়েছে টিকা। সকালে চট্টগ্রাম, রংপুর, সুনামগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন জেলার সিভিল সার্জন অফিসে পৌঁছায় করোনার টিকা। পর্যায়ক্রমে সব জেলায় টিকা পাঠানোর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বর্তমানে সরকারের হাতে থাকা ৭০ লাখ টিকা জেলাগুলোতে পৌঁছানোর পর আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে আনুষ্ঠানিকভাবে শুরু হবে করোনার টিকাদান কর্মসূচি।
আজ সকালে চট্টগ্রামে চার লাখ ৫৬ হাজার ডোজ করোনার টিকা পৌঁছায়। প্রশাসনের সহায়তায় টিকা গ্রহণ করেন সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
সিভিল সার্জন বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, বিআইটিআইডি, সিএমএইচ, পুলিশ হাসপাতাল এবং সিটি করপোরশনের চারটি হাসপাতালে এই টিকা কার্যক্রম শুরু হবে। তবে আমাদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।’
স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজের চারটি আউটলেট থেকে আমরা প্রথম দিন টিকাদান শুরু করব। সে ক্ষেত্রে আমাদের ফ্রন্টলাইনার যাঁরা আছেন, তাঁদের একটি লিস্ট আছে। সেখান থেকে যিনি প্রথমে টিকা নিতে চান, তাঁকে আমরা বেছে নেব। পুলিশ বাহিনীর সদস্য থেকে, প্রশাসন থেকে, সাংবাদিক থেকে, চিকিৎসক ও নার্সরাও আছেন—সেখান থেকে আমরা একটি বড় তালিকা রেখেছি।’
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফ্রিজার ভ্যানে সুনামগঞ্জেও পৌঁছেছে ৮৪ হাজার করোনার টিকা। এ সময় সিভিল সার্জন ডা. শামস উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরই মধ্যে করোনার টিকা প্রদানকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বহুল প্রতীক্ষিত করোনার টিকা পৌঁছেছে কুমিল্লাতেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জেলায় সংরক্ষণ করা হয়েছে দুই লাখ ৮৮ হাজার টিকা।
এ ছাড়া রংপুরে পৌঁছেছে দুই লাখ ৪০ হাজার ডোজ করোনার টিকা। টিকা পৌঁছেছে খুলনা, সাতক্ষীরা ও ফেনীতেও।
এর আগে গত শুক্রবার গাজীপুরের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ ফ্রিজার ভ্যানে করে জেলায় জেলায় টিকা পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।
No comments: