Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » লারা-পন্টিংকে পেছনে ফেললেন ‘অপ্রতিরোধ্য’ উইলিয়ামসন




লারা-পন্টিংকে পেছনে ফেললেন ‘অপ্রতিরোধ্য’ উইলিয়ামসন

এক কথায় অপ্রতিরোধ্য। ধারাবাহিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। একের পর এক সেঞ্চুরি আর সবশেষ অনন্য এক রেকর্ড গড়া। এত সব একজনের নামের পাশেই মানায়। তিনি হলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। টেস্ট ক্রিকেটে গেল কয়েক বছর তিনি যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না এই কিউই ব্যাটসম্যানকে। এবার প্রবেশ করলেন টেস্টে সাত হাজারি রানের ক্লাবে। সাত হাজার থেকে ১২৩ রান দূরে থাকতে ক্রাইস্টচার্চ টেস্ট খেলতে নামেন উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে মাইলফলক স্পর্শ করেন উইলিয়ামসন। শুধু তাই নয়, এই ম্যাচে ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরিও হাঁকান তিনি। ব্যাট হাতে পাকিস্তানি বোলারদের শাসন করে খেলেন ২৩৮ রানের কাব্যিক এক ইনিংস। ফাহিম আশরাফের বলে শান মাসুদের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেছেন ২৩৮ রান। ৩৬৪ বলের ইনিংসটি সাজানো ২৮টি চারে। টেস্ট ইতিহাসে ৭ হাজার রানের মাইলফলক ছুঁতে তাকে খেলতে হয়েছে ১৪৪ ইনিংস। এই মাইলফলক স্পর্শ করতে গিয়ে পেছনে ফেলেছেন ব্রায়ান লারা, রিকি পন্টিংদের। ৭ হাজার রানে পৌঁছতে লারার লেগেছিল ১৪৬ আর পন্টিংয়ের লেগেছিল ১৪৫ ইনিংস। তবে এই তালিকায় সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। মাত্র ১২৬ ইনিংসে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর আগে কিউইদের হয়ে ৭ হাজারি ক্লাবে নাম লেখান রস টেলর। এছাড়া কিউইদের হয়ে সর্বপ্রথম সাদা পোশাকে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। এদিকে, উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরির দিনে ভালো অবস্থানে আছে নিউজিল্যান্ড। ৬৫৯ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে কিউইরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply