Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » রাখির অতীত এত কষ্টের!




রাখির অতীত এত কষ্টের!

কখনো পোশাক কখনো বেফাঁস মন্তব্য এসব নিয়েই আলোচিত বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তবে তার বর্তমান তারকা জীবনের পেছনে রয়েছে কষ্টের ইতিহাস। ছোটবেলাটা তার অন্য সবার মতো কাটেনি। রক্ষণশীল পরিবারে বড় হয়ে নানাবিধ বিধিনিষেধ মানতে হয়েছে তাকে। বিগ বস-১৪-এ রাহুল বৈদ্যের সঙ্গে কথোপকথনে রাখি সাওয়ান্ত জানান রক্ষণশীল পরিবারে কাটানো ছোটবেলার সেই কঠিন দিনগুলোর কথা। এ সময় অঝোরে কাঁদেন তিনি। রাখি বলেন, আমাদের বেলকনিতে দাঁড়ানোর অনুমতি পর্যন্ত দেওয়া হতো না। বাড়ির মেয়েদের আই ব্রো, ওয়াক্সিং করার অনুমতি ছিল না। আমি এখনও বুঝতে পারি না, উনারা কী ধরনের পুরুষ ছিলেন। শরীরে থাকা সেলাইয়ের দাগ দেখিয়ে রাখি বলেন, দেখ কীভাবে আমার মামা আমায় মেরেছিলেন, যদিও তিনি এখন আর জীবিত নেই। এ বিষয়ে রাখির মায়ের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, বাড়িতে নারীদের কথা বলাই যখন মানা ছিল, তখন উনি কী বলতে পারেন? যদিও এখন এই বিষয়গুলো এখন বদলে গেছে। কথা বলতে বলতে আবেগতাড়িত হয়ে বলেন, আমার অনেক বিয়ের প্রস্তাব এসেছিল, তবে সেই সব প্রস্তাবই ফেরত চলে যায়, যখন তারা জানতে পাড়েন আমি বলিউড ড্যান্সার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply