জর্জিয়ায় দুটি সিনেট আসনের পুনর্নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনের ভোট গণনা চলছে। এই অঙ্গরাজ্যে দুটি আসনে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—যে দলের সিনেটরেরা বিজয়ী হবেন, সিনেটে সে দলেরই নিয়ন্ত্রণ থাকবে। জর্জিয়ার নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেলি লফলার ও ডেভিড পের্ডু এবং ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ার্নক ও জন অসফের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, এরই মধ্যে ৯৫ শতাংশ ভোটগণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, দুটি আসনেই আসনেও চলছে তুমুল লড়াই। দুটি আসনে এখন পর্যন্ত কোনো প্রার্থীই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি।
এর আগে গত নভেম্বরের নির্বাচনেও জর্জিয়ায় চারজন প্রার্থীর কেউই সংখ্যাগরিষ্ঠতা পাননি। এ কারণে এই অঙ্গরাজ্যে পুনরায় নির্বাচনের প্রয়োজন পড়ে। জর্জিয়ার দুটি সিনেট আসনের জন্য গতকাল মঙ্গলবার ফিরতি নির্বাচনের ভোটগ্রহণ এরই মধ্যে শেষ হয়েছে এবং ভোটগণনা শুরু হয়েছে। এই নির্বাচনেই নির্ধারিত হবে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম দুবছর সিনেটে রাজনৈতিক নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে।
Tag: English News lid news world
No comments: