এইবারের বিপক্ষে মেসিকে পাচ্ছে না বার্সা
পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এইবারের মুখোমুখি হবে বার্সেলোনা। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না বার্সা তারকা লিওনেল মেসি। ক্যাম্প নু তে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়।
মৌসুমের শুরুটা ভাল হয়নি বার্সেলোনার। যদিও সবশেষ তিন ম্যাচে দুই জয় আর এক ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে আসে রোনাল্ড কোম্যান শিষ্যরা। প্রতিপক্ষ এইবার ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম স্থানে দলটি।
সমীকরণ বলছে, এইবারকে হারাতে পারলেই তিনে উঠে যাবে কাতালানরা। কাগজে কলমে কিংবা পরিসংখ্যানে এইবারের চেয়ে অনেকটাই এগিয়ে বার্সোলোনা। দু'দলের ১২ বারের লড়াইয়ে বার্সার বিপক্ষে কোনো জয়ের মুখ দেখেনি এইবার।
এদিকে, কাতালান শিবিরে ইনজুরির কালো মেঘ ভর করেছে। গোড়ালির ইনজুরির জন্য এই ম্যাচে খেলতে পারছেন না লিওনেল মেসি। জেরার্ড পিকে, আনসু ফাতি ও সার্জি রবার্তোরাও রয়েছেন সেই তালিকায়। তারপরও আক্রমণভাগে গ্রিজম্যান-ডেম্বেলের ওপর আস্থা রেখেছেন রোনাল্ড কোম্যান।
Tag: English News games
No comments: