ভিকারুননিসার অধ্যক্ষের পদ থেকে ফওজিয়াকে প্রত্যাহার
অধ্যাপক ফওজিয়া। ফাইল ছবি
নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদ থেকে অধ্যাপক ফওজিয়াকে প্রত্যাহার করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে আজ মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির নতুন অধ্যক্ষ হিসেবে রাজধানীর রূপনগরের দুয়ারীপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহারকে নিয়োগ দিয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ফওজিয়াকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে ফওজিয়াকে অপসারণ করা হয়েছে।
কোন নিয়োগে অনিয়ম হয়েছে জানতে চাইলে এই কর্মকর্তা জানান, প্রশাসনিক ও হিসাবরক্ষণ কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায়।
গত ৭ নভেম্বর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক ও হিসাবরক্ষক কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় এক প্রার্থীর খাতায় গোপনে নম্বর বাড়িয়ে দেওয়ার ঘটনা ধরা পড়ার পর ওই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়।
১০ নভেম্বর এক চিঠিতে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে অবহিত করেন ভিকারুননিসার অভিভাবক ফোরামের নেতারা। প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ ও শাখাপ্রধান নিয়োগের ক্ষেত্রেও অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ফওজিয়াকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। তখন তিনি ঢাকার সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
Tag: English News politics
No comments: