যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রান্তে পৌঁছেছে করোনা ভ্যাকসিন
যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রান্তে পৌঁছেছে করোনা ভ্যাকসিন
যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে করোনার ভ্যাকসিন। এক জরিপে দেখা গেছে, দেশটির ৬১ শতাংশ মানুষ ভ্যাকসিন নিতে চান। মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণের কারণে বিশেষ ফ্রিজিং ব্যবস্থায় তা পরিবহন করা হচ্ছে।
প্রাথমিকভাবে ৫০টি অঙ্গরাজ্যে ৩০ লাখ ডোজ পৌঁছেছে। ইতোমধ্যে এক জরিপে দেখা গেছে, অন্তত ৬১ শতাংশ মার্কিন নাগরিক ফাইজারের তৈরি ভ্যাকসিন নিতে আগ্রহী। আর ভ্যাকসিন নিতে চান না ৩২ শতাংশ মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ হোয়াইট হাউজের কর্মকর্তা, কংগ্রেস আর সুপ্রিম কোর্টের সদস্যরাও প্রথম ধাপে ভ্যাকসিন গ্রহণ করবেন।
ভ্যাকসিন কার্যক্রমের প্রধান উপদেষ্টা মনসেফ স্লাওই বলেন, গেলো কয়েক মাস নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল। কিন্তু এর মধ্যেও ভ্যাকসিন বিষয়ক গবেষণা ও উৎপাদন থেমে থাকেনি। যার প্রমাণ আজকের এই সাফল্য। আমাদের লক্ষ্য জনগণের ৭৫ থেকে ৮০ শতাংশের পূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। আশা করছি মে-জুন মাসের মধ্যে সবার কাছে টিকা পৌঁছে দিতে পারবো।
কানাডাতেও ইতোমধ্যে পৌঁছেছে ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান। যুক্তরাষ্ট্রের সঙ্গে মিল রেখে ১৪টি কেন্দ্রের মাধ্যমে প্রাথমিকভাবে কয়েক হাজার ডোজ দেয়া হবে।
ফাইজার-বায়োএনটেকের পর এবার চীনের সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন দিলো বাহরাইন। এদিকে ভারতে জানুয়ারি থেকে শুরু হচ্ছে টিকা প্রয়োগ কার্যক্রম।
রাশিয়া ব্রিটেনের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এরই মধ্যে দেশটির 'স্পুটনিক ফাইভ' ভ্যাকসিনের প্রস্তুতকারক গামালিয়া গবেষণা কেন্দ্রের প্রধান আলেকজেন্ডার গিন্টর্সবার্গ জানিয়েছেন, রুশ ভ্যাকসিন একবার নিলে তা দুই বছর পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম।
Tag: English News world
No comments: