কারাবাখে আকস্মিক হামলায় আজারবাইজানের এক সেনা নিহত
নাগার্নো-কারাবাখ অঞ্চলে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী গেরিলা গোষ্ঠীর হামলায় আজারবাইজানের এক সেনা নিহত ও আরেকজন আহত হয়েছেন। দু পক্ষ চূড়ান্তভাবে দ্বন্দ্ব অবসানের লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তিতে সই করার কয়েক সপ্তাহ পর আজারবাইজানের সেনারা হতাহত হলো।
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (সোমবার) এক বিবৃতিতে জানিয়েছে, “গতকাল আর্মেনিয়ার একটি অবৈধ সশস্ত্র গোষ্ঠী কারাবাখের খোজাবেন্দ এলাকার আগদাম গ্রামে অবস্থিত আজেরি সামরিক বাহিনীর একটি ফাঁড়িতে হামলা চালায়। এতে আমাদের এক সেনা নিহত এবং অন্য একজন আহত হয়েছেন।”
আজারবাইজানের মন্ত্রণালয় ওই বিবৃতিতে জানিয়েছে, পরে আজারবাইজানের সেনারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং আর্মেনীয় সশস্ত্র গোষ্ঠীর সবাইকে নির্মূল করে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ছয় জনের একটি সশস্ত্র দল আজারবাইজানি সেনাদের ওপর হামলা চালায়।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্স বলছে, আর্মেনিয়া কর্তৃপক্ষ এ ধরনের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে।#
Tag: English News world
No comments: