মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে বিরল জয় ধর্ষণের শিকার নারীর
মিয়ানমারের ক্ষমতাধর সেনাবাহিনীর বিরুদ্ধে আইনি লড়াইয়ে পর অবশেষে বিরল জয় পেয়েছেন এক ধর্ষণের শিকার এক নারী। থেইন উ (ছদ্মনাম) নামের ওই নারীর করা মামলায় কয়েক মাসের আইনি লড়াইয়ের পর বিরল জয় পেলেন তিনি।
শনিবার (১৯ ডিসেম্বর) এক সেনা আদালতের রায়ে তিন ধর্ষকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড হয়। ৩৬ বছর বয়সী থেইন উ মনে করেন, তার এই বিজয় সেনাবাহিনীর ধর্ষণের শিকার হওয়া অন্য নারীদের কথা বলার এবং সেনা সদস্যদের দায়মুক্তিকে চ্যালেঞ্জ জানানোর সাহস যোগাবে।
চার সন্তানের মা রাখাইনের ওই নারীও প্রথম যখন ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তোলেন তখন সেই অভিযোগ প্রত্যাখ্যান করে সেনাবাহিনী।
রাখাইন রাজ্যে গত দুই দশকের বেশি সময় ধরে সেনাবাহিনী ও নৃতাত্ত্বিক রাখাইন জনগোষ্ঠীর আরও বেশি স্বায়ত্ত্বশাসনের দাবিতে সংগ্রামরত আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই চলছে। সেখানেই গত জুনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন থেইন উ।
তিনি বলেন, ‘আমার মতো আরও বহু নারীর সঙ্গেই এমন আচরণ হয়েছে। আমি যদি তা প্রকাশ না করতাম, তাহলে হয়তো আরও অনেকের সঙ্গেও এটা ঘটতো।’
এদিকে, পর্যবেক্ষকরা সতর্ক করে দিয়ে বলছেন, মিয়ানমারের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে থেইন উ’র বিজয় বড় কোনও পরিবর্তন আনবে বলে মনে করার এখনও যথেষ্ট সময় আসেনি। অতীতে সেনাবাহিনী ধর্ষণের অভিযোগ অস্বীকারের পাশাপাশি কোন ক্ষেত্রে ধর্ষণের অভিযোগ তোলাদের বিরুদ্ধে উল্টো মানহানি মামলা দায়ের করে সেনা সদস্যরা।
Tag: English News world
No comments: