করোনা পরিস্থিতি আরও ভয়ানক হবে’--বিল গেটস
‘করোনা পরিস্থিতি আরও ভয়ানক হবে’
আগামী ৪ থেকে ৬ মাস আরও বিপজ্জনক জায়গায় পৌঁছাবে করোনা পরিস্থিতি। রোববার এমনই সতর্কবার্তা দিলেন মাইক্রোসফ্ট-এর অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস। কোভিড এবং তার টিকা নিয়ে কাজ করছে বিল গেটস ফাউন্ডেশন।
একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘এটা খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আগামী ৪-৬ মাস পরিস্থিতি আরও ভয়ানক আকার ধারণ করবে। ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশন(আইএইচএমই)-র দাবি, আরও ২ লক্ষের বেশি লোক কোভিডের বলি হতে পারেন। তাই আমরা যদি কোভিডের প্রোটোকলগুলো ঠিক মতো মেনে চলি, তা সে মাস্ক পরা হোক বা সামাজিক দূরত্ব বজায় রাখা, মৃত্যুর হারটা অনেকটাই কমে যাবে।’
আমেরিকার কোভিড পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন গেটস। পাশাপাশি, আমেরিকা যে এই পরিস্থিতি দ্রুত সামলে উঠবে সে বিষয়ে আশাও প্রকাশ করেছেন তিনি। ইতিমধ্যেই কোভিডে আমেরিকায় প্রায় ৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমিত ১ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ২১৯ জন।
গেটস বলেন, ‘২০১৫-তেই বলেছিলাম, একটা অতিমারির মুখোমুখি হতে চলেছে বিশ্ব। কিন্তু যে ধারণা করা হয়েছিল, তার তুলানায় কোভিড অনেক বেশি মারাত্মক আকার নিয়ে ফেলেছে।’
জনজীবনের উপর মারাত্মক প্রভাব তো পড়েছেই, বিশ্ব অর্থনীতিকেও কোভিড নড়বড়ে করে দিয়েছে বলে মন্তব্য তার।
Tag: English News world
No comments: