নির্বাচন নিয়ে এখনও জল ঘোলা করছে রিপাবলিকান শিবির
নির্বাচন নিয়ে এখনও জল ঘোলা করছে রিপাবলিকান শিবির
ডেমোক্র্যাট জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হলেও নির্বাচন নিয়ে এখনও জল ঘোলা করছে রিপাবলিকান শিবির। নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে অবাধ ও নিরপক্ষে নির্বাচনের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট পাইক পেন্স। তবে সমালোচকদের পাত্তা না দিয়ে সরকার গঠনে জোর প্রস্তুতি নিচ্ছেন জো বাইডেন।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) জর্জিয়ায় রিপাবলিকান সিনেটরের নির্বাচনী প্রচারণায় অংশ নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলেও উচ্চকক্ষ সিনেট দখলে রাখতে নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছে রিপালিকান পার্টি। তারই অংশ হিসেনে মাইক পেন্সের এ প্রচারণায় অংশ গ্রহণ।
এসময় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রে কোনোভাবেই সমাজতন্ত্রকে জায়গা দেওয়া যাবে না।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, ‘অবৈধ ভোটের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে হেরে গেলেও তার জনপ্রিয়তা ২০১৬ সালের চেয়ে বেড়েছে। ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রকে সমাজতান্ত্রিক রাষ্ট্র বানাতে চায়।’
অবশ্য রিপাবলিকানদের কথা কানে নিচ্ছেন না জো বাইডেন। সরকার গঠনে নানা প্রস্তুতির পাশাপাশি সাজাচ্ছেন মন্ত্রিসভা। বৃহস্পতিবার হাউস অব রিপ্রেজেনটেটিভ ডেব হাল্যান্ডকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেন।
এদিকে, মার্কিন নির্বাচনে চীনা হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।
Tag: English News world
No comments: